মো: আরিফুল ইসলাম : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০২২-২০২৩ অর্থ বছরে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর উদ্যোগে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
১২ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে চারা বিতরণ অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
এ সময় প্রতিজন কৃষককে ২৫ টি করে ২শত কৃষকের মাঝে ৫হাজার টি আম গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :