সাধারণ

মাইসছড়িতে স্থগিত হওয়া কেন্দ্রে পূনরায় ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর

রিপন ওঝা,মহালছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নে স্থগিত হওয়া ২নং কেন্দ্রে পূনরায় ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল ৩০ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইসছড়ি ইউনিয়নে মোট ৯ টি কেন্দ্রের মধ্য ১ টি কেন্দ্র ভোট জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে স্থগিত ঘোষণা করা হয়। উল্লেখ্যে যে, নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের স্থগিত কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩০৫ জন। অবশিষ্ট ৮টি কেন্দ্রের ফলাফলে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন ২১২২ ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাজাই মারমা পেয়েছেন ৩৩২১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট। পুরুষ সদস্য হিসেবে ৫জন, সংরক্ষিত নারী সদস্য হিসেবে ১,২ ও ৩নং ওয়ার্ড হতে ৩জন প্রতিদ্বন্ধীতা করছেন। মহালছড়ি উপজেলার নির্বাচন অফিসার সুসমিকা চাকমা বলেন, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের স্থগিত হওয়া কেন্দ্রের নির্বাচন পূনরায় যথাযথ নিয়ম অনুসরণ করেই আগামী কাল ৩০ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৮.০০ঘটিকা হতে অনুষ্ঠিত হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button