সাধারণ
মাইসছড়িতে পূনরায় চেয়ারম্যান সাজাই মারমা নির্বাচিত

রিপন ওঝা,মহালছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নে স্থগিত হওয়া ২নং কেন্দ্রে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার পূনরায় ভোট অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর পুনঃনির্বাচনে নৌকার মাঝি মোঃ গিয়াস উদ্দিন পেয়েছেন ৮৩২ভোটসহ মোট ২৯৫৪ ভোট,আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা ৩০৫ ভোটসহ পূর্বের ভোট মোট ৩৬২৬ ভোট । ৬৭২ অধিক ভোট পেয়ে বেসরকারি ফলাফলে আনারস মার্কার প্রার্থী সাজাই মারমা জনগণের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডে মোঃ মনির হোসেন বৈদ্যুতিক পাখা ৬০৮ ভোট পেয়ে পুরুষ সদস্য এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য হিসেবে মোছাঃ রাশেদা বেগম ১১৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উক্ত ওয়ার্ড হতে পুরুষ সদস্য হিসেবে ৫জন, সংরক্ষিত নারী সদস্য হিসেবে ১,২ ও ৩নং ওয়ার্ড হতে ৩জন প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচন পরিচালনাকারী প্রিসাইডিং অফিসার মোঃ সামশুল আলম বলেন, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের স্থগিত হওয়া কেন্দ্রের নির্বাচন পূনরায় আজ যথাযথ নিয়ম অনুসরণ করেই আজ সকাল ৮.০০হতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪.০০ঘটিকার মধ্যে আইন শৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়িক সহযোগিতায় সুসম্পন্ন করতে পেরেছি। উল্লেখ্যে যে, গত ২৮নভেম্বর নির্বাচনে ৮টি কেন্দ্রের ফলাফলে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছিল ২১২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাজাই মারমা পেয়েছিল ৩৩২১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের স্থগিত কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩০৫ জন।