মাইক্রো-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ পরিদর্শক নিহত

রিপন ওঝা : খাগড়াছড়ি সদর ইউনিয়নস্থ গামারী ঢালা এলাকায় একটি হাইস (মাইক্রো) এবং একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ৯.৩০ ঘটিকায় বিজিতলা ক্যাম্প থেকে ১ কি:মি: দক্ষিণে এ দূর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক রাঙ্গামাটি জেলার আনন্দ বিহার এলাকার বাসিন্দা এস-আই পার্থ রায় চৌধুরীর (মিঠু) আঘাত গুরুতর হওয়ায় প্রথমে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে খাগড়াছড়ি জেলা পুলিশ গভীর ভাবে শোকাহত। নিহত এসআই পার্থ রায় চৌধুরী কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন এবং তিনি মামলার স্বাক্ষী দেওয়ার জন্য খাগড়াছড়িতে যাচ্ছিলেন।
হাইস (মাইক্রো) ঢাকা মেট্রো ট ১৫৯৪৭৮ এর চালকের খোজ পাওয়া যায়নি। যাত্রীরা সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা। যাত্রীরা ভ্রমণে এসেছিলেন।