মহেশখালী থানা পুলিশের অভিযানে অপহৃত কিশোরকে ৩ মাস পর উদ্ধার

সরওয়ার কামাল, কক্সবাজার : মহেশখালী পৌরসভার সিকদার পাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুরের কিশোর পুত্র মোহাম্মদ মোজাহিদ মিয়া ৩ মাস পূর্বে অপহৃত হয়েছিল। ৩ মার্চ বিকাল ৫ টায় মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্পের টু-ডব্লিউ ক্যাম্প এ ডি/৪/ডি ব্লক এ, বশির আহমদের বসতঘর থেকে অপহৃতকে উদ্ধার করে । উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন মহেশখালী (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই, তদন্ত ওসি মোহাম্মদ আশিক ইকবাল, এসআই মোহাম্মদ মফিজুল ইসলাম ও এএসআই আলী আকবর সহ সঙ্গীয় পুলিশ। তথ্য়ে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি অপহৃত কিশোরের পিতা আব্দুল গফুর বাদী হয়ে রোজিনা আক্তার গং কে আসামী করে থানায় মামলা করে। সেই মামলার গ্রেপ্তারকৃত আসামী রোজিনা আক্তারের দেওয়া তথ্যমতে অপহৃত মোহাম্মদ মোজাহিদ মিয়াকে উদ্ধার করা হয় । এ ব্যাপারে এসপি সার্কেল মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও ওসি আব্দুল হাই জানান, ধৃত আসামীর দেওয়া তথ্যমতে, অভিযান চালিয়ে ৩ মাস পূর্বে অপহৃত মোহাম্মদ মোজাহিদ মিয়াকে উদ্ধার করা হয়েছে।