সাধারণ

মহেশখালীতে ‘দ্বীপ অফসেট প্রিন্টিং প্রেস’ এর শুভ উদ্বোধন

সরওয়ার কামাল মহেশখালী(কক্সবাজার)
মুদ্রণ শিল্পের আধুনিকতার ছোঁয়া নিয়ে মহেশখালীতে ‘দ্বীপ অফসেট প্রিন্টিং প্রেস’ এর শুভ উদ্বোধন ১৩ই অক্টোবর বিকাল ৩ টায় ইলা কমিউনিটি সেন্টারে মহেশখালী পৌরসভার সাবেক সফল মেয়র সরওয়ার আজম বিএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, মহেশখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবির, এডভোকেট হামিদুল হক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য জাহিদুর রহমান সোহেল, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিদ্দিক নূরী, মহেশখালী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলতাফ, চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল হালিম, মহেশখালী কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক আব্দু রহিম বাদশা, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আমিনুল হক। মহেশখালীতে প্রথমবারের মতো আধুনিক প্রেস স্থাপন হওয়ায় সকলে আনন্দিত কেননা ব্যয় বহুল খরচ থেকে মহেশখালী বাসি রক্ষা পেয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা ফিতা কেটে ‘দ্বীপ অফসেট প্রিন্টিং প্রেস’ এর শুভ উদ্বোধন করেন।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button