সাধারণ

মহেশখালীতে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

সরওয়ার কামাল, মহেশখালী : মহেশখালীতে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। ১ অক্টোবর সকাল ১০টায়, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের উদ্যোগে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের এরিয়া অফিসের প্রশিক্ষন সেন্টারে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এরিয়া ম্যানেজার কামাল উদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন , বর্তমান করোনা পরিস্থিতে প্রবীনগন সবচেয়ে বেশী স্বাস্থ্য ঝুকিতে রয়েছে, প্রবীনদের স্বাস্থ্য সেবা প্রদানে অগ্রাধীকার প্রদান করা, করোনার কারনে প্রত্যেক পরিবারের আয় কমায় প্রবীনরা পরিবারের আর্থিক সংকটে পড়েছে তাই সরকারের বিভিন্ন আর্থিক অনুদান ও সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রবীণদেরকে অগ্রাধীকার প্রদান করা এবং সিনিয়র সিটিজেনসীপ কার্ড প্রদান ও বয়স্ক ভাতা বৃদ্ধির দাবী জানাচ্ছি। প্রবীণদেরকে বোঝা মনে নাকরে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনরা এগিয়ে যাবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন। মহেশখালী উপজেলায় প্রবীণদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কর্মসূচী পালন করায় রিক এর নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান এবং তার ও সংস্থার মঙ্গলের জন্য দোয়া কামনা করেন। সভায় বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা প্রবীন কমিটির সভাপতি মাহামুদুল হক, পৌর প্রবীণ কমিটির সভাপতি মাস্টার ননী গোপাল দে, সাধারন সম্পাদক মোলভী মোঃ কাশেম, শাপলাপুর প্রবীন কমিটির সভাপতি মাওলানা ওসমান গণি, ছোট মহেশখালী প্রবীন কমিটির সাধারন সম্পাদক মীর কাশেম প্রমুখ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button