সাধারণ

মহালছড়ি পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু 

(রিপন ওঝা)
মহালছড়ি উপজেলার ২নং মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামের সিঙ্গিনালা আইডিয়াল স্কুল কেজি ওয়ানে অধ্যয়নরত রানজুনি চাকমা(৬), পিতা-কাজল চাকমা, মাতা-প্রান্তিকা চাকমা এবং ৪র্থ শ্রেণিতে পড়ুয়া বৃষ্টি চাকমা(১০), পিতা- জেকসন চাকমা,মাতা-বিকশিতা চাকমা এই দুই শিক্ষার্থী কাপ্তাই হৃদের বদ্ধকৃত বিলের পানিতে পড়ে আনুমানিক সময় ৩.৩০ ঘটিকায় মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলাস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ইসিজি পরীক্ষণের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করেন।
এ বিষয়ে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান কাপ্তাই হৃদের ভরপুর পানিতে সকল অভিভাবকদের সচেতন থাকার অনুরোধ করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button