সাধারণ
মহালছড়ি জোন কর্তৃক ২৩তম শান্তিচুক্তি দিবস উপলক্ষে বিভিন্ন সেবামূলক কর্মসূচী পালিত

রিপন ওঝা : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ২ ডিসেস্বর ২৩তম শান্তিচুক্তি দিবস উপলক্ষে মহালছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকল বয়সী মোট ৩০০ জনের মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা করা হয়। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পেইনে জনসাধারণের মাঝে স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই চিকিৎসা সেবা কার্যক্রম সেনাবাহিনীর চিকিৎসক ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষ চিকিৎসকদের দিয়ে পরিচালিত হয়।
চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইনে ডাক্তার ক্যাপ্টেন মোঃ ওমর ফারুক, খাগড়াছড়ি হতে আগত ডাক্তার ক্যাপ্টেন মরিয়ম (এমডিএস), মহালছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ আশরাফ দক্ষতার সঙ্গে কর্মসূচী সফল করেন।
চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমে সেনবাহিনীকে ধন্যবাদ জানিয়ে শক্তিমান চাকমা বলেন এই প্রকার সেবায় এলাকাবাসী খুবই আনন্দিত ও উপকৃত।
অপরদিকে ধুমনি ঘাটের পশ্চিমে মহালছড়ি জোনের ক্যাপ্টেন রেজভী আহমেদ সার্বিক সমন্বয়ে পঙ্খিমুড়ায় গরীব ও অসহায় দুঃস্থদের ত্রাণ সহায়তা,শীতকালীন বস্ত্র ও শিশুদের বই প্রদান করেন।