সাধারণ

মহালছড়ি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

প্রতিনিধি : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অধীনে মহালছড়ি ইসলামিক ফাউন্ডেশন(মিশন) কর্তৃক মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক স্থানীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী সকাল ১১ টায় স্কুল কক্ষে এই সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর পরিচালক  মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মোহাম্মদ রেজাউল হক, সহাকরী শিক্ষক বৃন্দা মজুমদার ও গ্রন্থাগার শিক্ষক চাইহ্লাউ মারমা, মহালছড়ি বাজার জামে মসজিদে সহকারী ইমাম হাফেজ মুহাম্মদ প্রমুখ।
প্রতিযোগীতায় কোরআন তেলাওয়াত প্রথম হয়েছে আসমা আক্তার, ২য় হয়েছে তানজিনা আক্তার ও সাজেদা আক্তার। হামদ/নাতে ১ম হয়েছে ফাড়িয়া আক্তার, ২য় হয়েছে মাহিয়া আক্তার ও ৩য় সাজেদা আক্তার। কবিতা আবৃত্তিতে ১ম হয়েছে আসামা আক্তার, ২য় হয়েছে সুইটি দেবনাথ ও ৩য় হয়েছে সুনীতা মারমা। জাতীয় সংগীতে ১ম হয়েছে সুইটি দেবনাথ, ২য় হয়েছে সুনীতা মারমা ও ৩য় হয়েছে টিনা বড়ুয়া। এবং রচনা প্রতিযোগীতায় ১ম হয়েছে মেছাইনু মারমা, ২য় হয়েছে সবিতা চাকমা ও ৩য় হয়েছে জুলেখা আক্তার।
শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button