মহালছড়ি আবাসিক ছাত্রাবাসের ৪ কর্মচারীর মানবেতর জীবনযাপন

রিপন ওঝা : খাগড়াছড়ির মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসের ৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারী বিগত ১ বছর যাবত বেতন ভাতা না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর তৎকালীন চেয়ারম্যান কংজরী চৌধুরী স্বাক্ষরিত নিয়োগ আদেশে দেখা যায়, প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন মহালছড়ি আবাসিক ছাত্রাবাসে ৪ জন (রিপন দেওয়ান-ঝাড়ুদার, ক্রাচিং মারমা- আয়া, রীতিময় চাকমা- নিরাপত্তা প্রহরী ও মোঃ বাবুল মিয়া- বাবুর্চি) চতুর্থ শ্রেণি কর্মচারী ২০তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
বাবুর্চি পদে নিয়োগ পাওয়া মোঃ বাবুল মিয়া জানান, চাকুরীতে যোগদানের পর থেকে ১৮ মাসের মতো ঠিক মতো বেতন পাওয়ার পর গত বছর হঠাৎ বেতন পর্যন্ত বন্ধ রয়েছে।
এ ব্যাপারে রিপন দেওয়ান বলেন আমরা ৪জন খাগড়াছড়ি জেলা পরিষদে কয়েকবার যোগাযোগ করেছি। প্রতিবারই আমাদের আশ্বাস দেন যে হবে, শুধুই হবে, হচ্ছে করে ১ বছর কেটে গেলো আজ অবধি বেতনের কোন খবর নেই।
এ দিকে করোনা পরিস্থিতিতে চলমান কঠোর লকডাউনের কারণে বাইরে বের হয়ে আয় রোজগার করারও কোন সুযোগ নেই। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে থেকে দিন কেটে যাচ্ছে।
নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পাওয়া রীতিময় চাকমা বলেন, ২০১৯ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর অধীনে প্রাথমিক শিক্ষা বিভাগের আওতায় মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসে ও গুইমারা আবাসিক ছাত্রাবাসে মোট ৭ জন চতুর্থ শ্রেণি কর্মচারী একসাথে নিয়োগ দেওয়া হয়।
গত বছর থেকে হঠাৎ কি কারণে বেতন বন্ধ করে দেওয়া হলো জানা নেই। এ বিষয়ে জানতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অফিসে গেলে কি একটা রেজুলেশন এর কপি বের না হওয়ার কথা বলা হয়। কিসের রেজুলেশন, কোথা থেকে বের হবে, সেটাতো আমাদের জানার বিষয় নয়। সেই দোষটাতো আমাদের নয়। আমরা কেন বেতন পাবো না? এদিকে করোনা পরিস্থিতিতে গত এক বছর যাবত বেতন বন্ধ থাকায় সীমাহীন কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছি। এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ।
এ বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা টিটন খীসার সাথে যোগাযোগ করা হলে তিনি আবাসিক ছাত্রাবাসে নিয়োগ প্রাপ্ত চতুর্থ শ্রেণি কর্মচারীদের বেতন দীর্ঘদিন বন্ধ থাকার কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, সহজ কথায় অফিসিয়ালি জটিলতার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে অচিরেই এ সমস্যার সমাধান হতে পারে।
Attachments area