সাধারণ

মহালছড়িতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

রিপন ওঝা : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সারাদেশের ন্যায় মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে “সমবায় ই শক্তি সমবায় ই মুক্তি” নীতিতে “বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” প্রতিপাদ্যে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৭ নভেম্বর রোজ শনিবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে র‌্যালি শুরু হয়ে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় রীতি অনুযায়ী কোরআন তেলওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক পাঠ করা হয়।
এতে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় এর নির্বাহী কর্মকর্তা সালেহ উদ্দিন দিদার।
বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়া, মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) দেবাশীষ রায় ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নুনু মারমা,বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি দীপক সেন প্রমূখ।
এছাড়া মনাটেক যাদুগানালা মৎস্যায়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ, চলমান বিভিন্ন সমিতির সদস্য/সদস্যা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button