সাধারণ

মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র বিতরণ

 রিপন ওঝা,মহালছড়ি প্রতিনিধি :  মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের লেবুছড়ির মাঠে খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্যোগে ৪০০ অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১.১৫ ঘটিকায় লেমুছড়ি এলাকায় অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি লেডিস ক্লাব এর সহ-সভানেত্রী বেগম রাবেয়া জাহাঙ্গীর।

 এছাড়া খাগড়াছড়ি লেডিস ক্লাব এর সাধারণ সম্পাদিকা বিবি উম্মে হানি, উপ- অধিনায়ক মেজর মো: আবু ফয়সাল তুষার, পিএসসি, এ্যাডজুটেন্টঃ ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী, ক্যাপ্টেন মোঃ মেজবাহ্‌-উল-মুহিতসহ অগনিত জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রাবেয়া জাহাঙ্গীর বলেন, পার্বত্য এলাকায় সাধারণ জনগণের মাঝে খাগড়াছড়ি লেডিস ক্লাব এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং সবসময় অব্যাহত থাকবে। সেই সাথে রিজিয়ন জনসাধারনের চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্পেইন, বিশুদ্ধ পানি সরবরাহ, শীতবস্ত্র বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button