মহালছড়িতে বেইলি ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক নদীতে . উদ্ধার ৪. নিহত -১

সবুজ পাতা ডেস্ক ঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন থানাঘাট এলাকায় চেঙ্গী নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে যায়। শনিবার সকাল প্রায় ১০টার সময় পাথর বোঝাই ট্রাকটি মুবাছড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গাড়ির নং ঢাকা মেট্রো ট-০২৭৭৯৩। এসময় ট্রাকে ৫ জন লোক ছিল। ৪ জনকে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ ছিল। । পরে বিকেল ৪ টার সময় স্থাানীয়দের সহায়তায় নিখোঁজ আব্দুল মমিনের লাশ উদ্ধার করে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে অতিরিক্তি পাথর বোঝাই ছিল।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির জানান, সকাল পৌণে ১০টায় পাথর বোঝাই ট্রাকটিতে শ্রমিকসহ ৫জন ছিলো। তৎক্ষনিক ৪ জনকে উদ্ধার করা গেলেও ১ জন নিখোঁজ ছিল। পরে বিকেল ৪ টার সময় আব্দুল মমিনের লাশ উদ্ধার করে হয়। ট্রাকের চালক সম্ভবত খাগড়াছড়িতে ছিল। চালক তার হেলপার আক্তারকে দিয়ে গাড়ি পাঠিয়েছিল। হেলপার এখন অসুস্থা। সে হাসপাতালে ভর্তি রয়েছে।
জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, মহালছড়ি সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরিন ঊর্মি ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।