সাধারণ

মহালছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার থলিপাড়া ও নুনছড়ি এলাকায় গরীব ও দুঃস্থা মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ ঔষুধ বিতরণ করেছে মহালছড়ি জোন। ৯ অক্টোবর সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন এলাকা হতে ৩ শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী রোগী চিকিৎসা গ্রহন করেন। তখন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান।
চিকিৎসাকালীন সময়ে আরএমও ক্যাপ্টেন ইমরান বলেন, ‘‘ঋতু পরিবর্তনের ফলে এলাকায় সর্দি-কাশি, জ¦র, মাথা ব্যাথাসহ বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। দুর্গম এলাকার গরীব লোকেরা অর্থের অভাবে সদরে কিংবা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয়না। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে মহালছড়ি জোনের উদ্যেভগে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচী গ্রহন করা হয়। এ যাবত মহালছড়ি জোন বিভিন্ন দুর্গম পাহাড় বেষ্টিত এলাকায় গিয়ে এ ধরণের মেডিকেল ক্যাম্পেইন বসিয়ে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরন করে আসছে। আগামীতেও পর্যায়ক্রমে সব এলাকায় গিয়ে এ ধরণের চিকিৎসা প্রদান করা হবে’।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button