সাধারণ

মহালছড়িতে আ”লীগ কর্তৃক সামাজিক দূরত্বে যথাযোগ্য মর্যাদায় ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস

(রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ৪৫ তম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দলীয় কার্যালয় হতে সামাজিক দূরত্ব বজায় রেখে র‍্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ মোড় পদক্ষিণ করে উপজেলা টাউন হলে গিয়ে শেষ হয়। উক্ত টাউন হলে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীগণ সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করেন।
প্রধান অতিথি বক্তব্যে রতন কুমার শীল বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সকলের মাঝে প্রচার করতে হবে এবং বাংলাদেশের অভ্যুদয় ও সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খুনিরা এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। বিশেষ অতিথি জসীমউদ্দিন বলেন বঙ্গবন্ধুর আদর্শ, মূল্যবোধ এবং প্রজ্ঞা যুগ হতে যুগান্তরে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তা বঙ্গবন্ধুর শান্তি ও সমৃদ্ধশালী বাংলাদেশের প্রতিচ্ছবি। ’তিনি বঙ্গবন্ধুর ত্যাগী ও সংগ্রামী জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রবাসী বাংলাদেশীদের দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান।
উক্ত শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি দীপন ধর,সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ।
 র‍্যালী অনুষ্ঠান শুরুতে সকল নেতাকর্মীদের মাঝে মাক্স বিতরণ করা হয়। বক্তব্য শুরুর পূর্বে উপজেলা টাউন হলে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী এবং স্বাধীনতা যুদ্ধকালীন ও পরবর্তী সময়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে নীরবতা পালন করা হয়।
উক্ত এ মহতী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিমউদদীন, উপজেলা আওয়ামী সাবেক সহ সভাপতি চিন্তাহরণ শর্মা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনু), সেচ্ছাসেবকলীগ সভাপতি লিটন আচার্য্য, সাধারণ সম্পাদক মনির হোসেন, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা বাবলু চৌধুরী, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রোকন মিয়া, আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া,সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রনজিত দাশ সহ ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button