সাধারণ

মহালছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

রিপন ওঝা : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ।
৭ ডিসেম্বর রোজ সোমাবার বিকাল ৪.০০ ঘটিকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল। তিনি বলেন, ‘‘আজকের এই ডিসেম্বর মাসে আমরা কী দেখলাম! যিনি তিল তিল করে তার জীবনের সবকিছু দিয়ে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা করা হয়েছে। জাতির পিতাকে তারা ভয় পায়, তার ভাস্কর্যকে তারা ভয় পায়। এই কারণে বঙ্গবন্ধুর সেই তর্জনী দেখে তারা ভয় পায়। তাদের ঘুম হারাম হয়ে যায় ।’ বিএনপি এখন জামায়াত হেফাজত সহ উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর কাঁধে ভর করে ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর হয়ে আছে। তাই বিএনপিকে হুশিয়ার করে মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনাকে বলছি আপনার দিবাগত স্বপ্ন পূরণ হবার নয়’’।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দীপন ধর, সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মংচিনু মারমা, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী,সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন আচার্য্য,ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান,সহ-সভাপতিগণের মধ্যে আব্দুর রশিদ,রোকন মিয়া, রিপন ওঝা,মনিশংকর চৌধুরী, ফরিদুল আলম,সানি দাশ,সাধারণ সম্পাদক রনজিত দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জিকু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক কুরাইসিন খান, সদর ইউনিয়ন আহ্বায়ক অনিক বিশ্বাস, সকল ইউনিয়নের সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদরস্থ সকল ওয়ার্ডের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button