মহালছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫ লক্ষ টাকা জরিমানা-
অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড

আনোয়ার হোসেন : মহালছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। ১ মার্চ সোমবার সকাল আনুমানিক ১০টা হতে ১২টা পর্যন্ত মহালছড়ি উপজেলাধীন মানিকছড়ি মুখ নামক এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন:- (১) মো: জহির, পিতা- বাদশা মিয়া, গ্রাম- মানিকছড়ি মুখ, মহালছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা। (২)। মো: জহিরুল ইসলাম, পিতা- মোঃ হারুনুর রশিদ, গ্রাম- চৌংড়াছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু জানান, ১ মার্চ সোমবার আনুমানিক সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি উপজেলাধীন মানিকছড়ি মুখ নামক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দেখা যায়, পাইপের মাধ্যমে সংশ্লিষ্ট নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপণনের উদ্দেশ্যে মজুদ ও সংরক্ষণ করা হয়েছে। বালু উত্তোলনের কারণে উক্ত এলাকায় ১/২ কিলোমিটার জায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে জহির ও জহিরুল নামে দুই জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেক কে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের একজনকে খাগড়াছড়ি জেলা কারাগারে প্রেরণ করা হয়।