সাধারণ

মহান বিজয় দিবসে পার্বত্য প্রেসক্লাব

 

মো: জাকের হোসেন : পঞ্চাশতম মহান বিজয় দিবস ২০২০খ্রি: পালন করেছে পার্বত্যাঞ্চলে কর্মরত পেশাজীবি সাংবাদিকদের অন্যতম সংগঠন পার্বত্য প্রেসক্লাব।
ভোরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা করে। অত:পর সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যলয়ে মহান মুক্তিযোদ্ধে আত্মদানকারী বীর সন্তানদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল শেষে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা উল্লেখ করেন, ‘‘যে মহান উদ্দেশ্যে দেশের স্বাধীনতায় জীবন বিসর্জন দিয়েছিলেন বীর সন্তানরা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই লক্ষেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই কেবল আমরা শেখ হাসিনার এই অগ্রযাত্রার সহযাত্রী হতে পারি। বিজয়ের এই মহান দিনে আসুন আমরা সবাই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ডিজিটাল বাংলাদেশে বিনির্মনে আত্মনিয়োগের শপথ নিই’’।
পার্বত্য প্রেসক্লবের সদস্য সজন বড়ুয়া বলেন, ‘‘আজকের এই দিনে উদয় হয়েছিল হাজার বছরের বহু কাংক্ষিত স্বাধীনতার সূর্য। সে সূর্যের আলো ছিল নতুন দিনের স্বপ্ন, সে স্বপ্নের জন্য অকাতরে প্রাণ দিয়েছিল এদেশের ৩০ লাখ দেশ প্রেমিক। তাদের এই আত্মবলিদান চির অম্লান হয়ে থাকবে’’।

এসময় আরো বক্তব্য রাখেন, পার্বত্য প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জুলহাস উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক আল আরাফাত সবুজ, সদস্য বকুল বিকাশ চাকমা, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, , লোকমান হোসেন প্রমূখ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button