সাধারণ
মরিচ্যায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ তল্লাশী চৌকিতে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে সিএনজিতে লুকায়িত এসব ইয়াবা সনাক্ত করলো বিজিবির বিশেষায়িত কুকুর ‘ডগ চার্লি’। এসময় ১০ হাজার ইয়াবাসহ কুতুপালং ক্যাম্প- ২ এর ব্লক ডি-৪ এর আশ্রিত রোহিঙ্গা ইউসুফের ছেলে নুর মোহাম্মদ (২০) কে আটক করা হয়েছে।এ ব্যাপারে মামলার প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি এবং উদ্ধার ইয়াবা সহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।