সাধারণ

মধুরছড়া ক্যাম্প থেকে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৫০ পিস ইয়াবাসহ কথিত আরসা সদস্য পরিচয়ী দুই মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করেছে। ২৬ জানুয়ারী দিবাগত রাত সোয়া ১১ টারদিকে লম্বাশিয়া ক্যাম্পের আওতাধীন ৪নং ক্যাম্পের ডি-৮ ব্লকের স্কাস লার্ণিং সেন্টার স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র মধুরছড়া ক্যাম্পের সদস্যরা।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।এরা হলো,মোঃ কামাল প্রকাশ হাফেজ কামাল(৩২),পিতা-নজির আহমদ, ক্যাম্প-৪,ব্লক নং-ডি-৯ ,এফসিএন নং-২৪৬০০৪,হামিদ হোসেন (৩০),পিতা-অলি আহমদ,ক্যাম্প-৪,ব্লক নং -ই-৮, এফসিএন নং-১৭৯৪০৩।এসময় ধৃতদের হেফাজত থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে উখিয়া থানায় মামলা রুজু করতঃ ধৃতদের সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন, ১৪ এপিবিএন’র অধিনায়ক (এসপি) মোঃ নাইমুল হক।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button