সাধারণ

ভুজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পন্যবাহী ট্রাক রাস্তার মাঝখানে,খাগড়াছড়ি ঢাকা সড়কে যান চলাচলে ভোগান্তি

মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

ফটিকছড়ির ভুজপুরে পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে রাস্তা ব্লক হয়ে যায়।সোমবার (২০ ডিসেম্বর) দুপুর একটার দিকে ভুজপুরের করালিয়া তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানা গেছে,সোমবার দুপুরে একটার দিকে খাগড়াছড়ি থেকে লক্ষিপুরগামী আসা পন্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে করালিয়া তাকিয়া এলাকায় পাহাড়ের মাঝখানে এ ঘটনা ঘটে। এসময় পণ্যবাহী ট্রাকে বোঝাইকৃত সব বাঁশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাস্তা ব্লক হয়ে যায়। এসময় স্থানীয়রা রাস্তার মাঝখানে পরে থাকা বাঁশ গুলো সরিয়ে রাস্তা ক্লিয়ার করার জন্য সহযোগিতা করে। ভুজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ টহল প্রেরণ করা হয়েছে এবং ট্রাকটি নিরাপদ স্থানে সরিয়ে রাখার জন্য রেকার আনা হচ্ছে বলে জানিয়েছেন।তিনি আরো বলেন,গাড়ি উদ্ধার কাজে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কোনো মানুষের ক্ষতি হয়নি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button