প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
২১ জানুয়ারির বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সাজেকের উদয়পুর এলাকা দিয়ে একটি মাহিন্দ্র গাড়িতে চিনি বহন করা হচ্ছিল। দীঘিনালা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বস্তা চিনি উদ্ধারসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন বোয়ালখালী ইউনিয়নের মৃত খিরত বড়ুয়ার ছেলে কাজল বড়ুয়া (৫৮) এবং মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪০)। জানা গেছে, কাজল বড়ুয়া পেশায় অটো টেম্পো চালক এবং আনোয়ার তার সহযোগী।
পুলিশের সূত্রে জানা যায়, এই চিনিগুলো ভারতের মিজোরাম থেকে অবৈধভাবে সাজেকের উদয়পুর হয়ে দেশে আনা হচ্ছিল। অভিযান চালিয়ে পুলিশের দল তাদের আটক করে এবং ৪ বস্তা চিনি জব্দ করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ/২৫-ঘ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশের ঘটনা প্রায়শই ঘটে। এসব নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষত সীমান্ত এলাকায় নজরদারি বাড়ালে শুল্ক ফাঁকির প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পণ্য চোরাচালানের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রশাসন জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে সীমান্ত অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, যাতে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হয়।
আপনার মতামত লিখুন :