সাধারণ
ভাইবোনছড়া ইউনিয়নে উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেনঃ খাগড়াছড়ি সদর উপজেলার ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯মে রবিবার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের মিলনায়তনের কক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা ও সভায় স্বাগত বক্তব্য রাখেন,পূর্ণভূষন ত্রিপুরা এবং সভার সঞ্চালনা করেন, তাপশ ত্রিপুরা। বাজেট সভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন, ভাইবোনছড়া ইউনিয়নের সচিব রত্না চাকমা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান,ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি,শিমুল কুমার মহন্ত,পানছড়ি কলেজের প্রভাষক,রত্ন কুসুম,প্রধান শিক্ষক,তাত্তুমনি চাকমা,ও অত্র ইউনিয়নের ইউপি সদস্য, স্থানীয় জনসাধারণসহ সাংবাদিকরা উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন। ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট সভায় সর্বমোট প্রাপ্তি (রাজস্ব ও উন্নয়ন)৩৩ কোটি ৬৪ লক্ষ ৪ হাজার ২৪৮টাকা ও সর্বমোট ব্যয়(রাজস্ব ও উন্নয়ন)৩৩ কোটি ৬৩ লক্ষ ৩ হাজার ৭৬০টাকা।

Enter
Write to Anuwar Hossian Jibon