সাধারণ
বৈদ্যঘোনার শফিক ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেফতার

ফরিদুল আলম রনি : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান চালিয়ে ১হাজার ৪শত পিস ইয়াবাসহ কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনার ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
২৫ অক্টোবর রবিবার সকাল সোয়া ১০ দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্রগ্রাম জেলা কার্যালয়ের খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে চট্টগ্রাম গামী মার্সা বাস নং-চট্ট মেট্রো-১১-১২১৮ এর ই-১ সিটে বসা যাত্রী শফিকুল ইসলাম প্রকাশ মাসুদের দেহ তল্লাশী করে ১ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার সহ তাকে আটক করে।
আসামী- শফিকুল ইসলাম প্রকাশ মাসুদ (৩০), পিতা- সৈয়দ আলম, মাতা- সফুরা খাতুন, সাং-বৈদ্যঘোনা (হামিদার বাপের বাড়ী), ৮নং ওয়ার্ড, কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসছিল বলে স্বীকার করেছে । এবং আমাদের মাদক বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।