সাধারণ

বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুরের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

(রিপন ওঝা) মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার শান্তিনগরস্থ বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর ১৯ আগষ্ট দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তবে আজ ২০ আগস্ট রোজ বৃহস্পতিবার মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম নেতৃত্বে একদল পুলিশ সদস্যগণ তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। স্থানীয় শান্তিনগর কবরস্থানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মযার্দায় দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুরের গার্ড অব প্রদান কালে এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন,মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দীন ও আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর লোকজন উপস্থিত ছিলেন।
পারিবারিক তথ্য মতে তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আবদুল গফুর মৃত্যুতে উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার চোহলাপ্রু চৌধুরী শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button