বীর মুক্তিযোদ্ধার পাশে সিন্দুকছড়ি জোন

মো. ইসমাইল হোসেন :- দেশের জন্য যারা নিজেদের সর্বো”চ ত্যাগ স্বীকার করেছেন তারা হচ্ছেন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। দেশের জন্য ত্যাগ স্বীকার করা এই মানুষগুলোকে আমরা যথাযথ সম্মান ও মর্যাদা দিতে চাই। স্বার্থহীন বলেই আজও কিছু মুক্তিযোদ্ধা নিজভাগ্য পরিবর্তনে খুব সাধামাটা জীবন যাপন করছেন। আর এই সাদামাটা জীবনযাপনের জন্যই এই বীরেরা অর্থনৈতিক স্বচ্ছলতার মুখ দেখেনি। এসকল মানুষের পাশে থেকে আমরা সহযোগিতা করে যেতে চাই। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্থা বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন’কে সহায়তা প্রদান কালে এসব কথা বলেন সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়। ১০ এপ্রিল প্রাকৃতিক দুর্যোগে বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিনের বসত বাড়িতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কণেল রুবায়েত মাহমুদ হাসিব, পিএসসিজি খবর পেয়ে তাকে দ্রতা সহায়তা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে হাফছড়িতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন’কে ঘর নির্মাণের জন্য ৩২ হাজার টাকা মূলের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী প্রদান করা হয়। তাছাড়া নির্মাণ ব্যয় বাবদ নগদ আরও ৫ হাজার টাকা সিন্দুকছড়ি জোনের পক্ষে ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয় বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিনকে প্রদান করেন।
এসময় উপস্থিাত ছিলেন, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই মারমা, গুইমারা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাসাথোয়াই মগসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।