খাগড়াছড়ি
বিশ্ব হাত ধোঁয়া দিবসে পানছড়িতে র্র্যালী ও আলোচনা সভা

শাহজাহান কবির সাজু, পানছড়ি :- পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস। এর আয়োজক ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’। এ উপলক্ষে ৩০’সেপ্টেম্বর রবিবার সকাল দশটায় একটি র্র্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিন করে। র্র্যালী পরবর্তী আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।