বিশ্বরাম কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণি কক্ষের শুভ উদ্বোধন

জ্যোতি ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রতিনিধি. মাটিরাঙ্গা উপজেলাধীন আমতলী ইউনিয়ন ৭নং ওয়ার্ডর বিশ্বরাম কার্বারী পাড়া অত্যন্ত দূর্গম এলাকা । এখানে আরো ৬টি পাড়া রয়েছে । ৩ থেকে ৪ কিঃমিঃ দূরত্ব পায়ে হেটে কোমলমতি শিশুরা তৈলাফাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে। তাও বর্ষাকালে শিশুদের বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না এবং প্রতি বছর শিশুরা ঝরে পড়ে । ৭ নং ওয়ার্ড এ ২০১২ সালে ১টি বেসরকারী বিদ্যালয় স্থাপিত হয়। যা বিশ্বরাম কার্বারী পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এ বিদ্যালয়ের সভাপতি টেইবু রঞ্জন ত্রিপুরা ও প্রধান শিক্ষক প্রিয় বিকাশ ত্রিপুরা বলেন, এলাকাটি দূর্ঘম হওয়ায় এখানকার অনেক শিক্ষার্থী পাইমারি গন্ডি পার করতে পারে না। বিশ্বরাম কার্বারী পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রাথমিক শিক্ষা হার বৃদ্ধি করার জন্য সকলের সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পুনঃ নির্মাণ করা হয়। তাই আজ ৮নং আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের সময় চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৫নং বামাগোমতি মৌজা প্রধান মনোলাল রোয়াজা, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনো বিলাস ত্রিপুরা এবং খাগড়াছড়ি জেলা বেসরঃ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বেসরঃ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, অত্র ইউনিয়নের ১,২ ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য, এলাকার কার্বারী এবং অভিভাবকগণ। আলোচনা সভা শেষে চেয়ারম্যান এলাকার অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।