সাধারণ
বিলাইছড়ি থানা ওসি’র প্রস্থান ও নতুন ওসি,র দায়িত্ব গ্রহণ।

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধিঃ-
আলাপ কালে দুই ওসি মোঃ পারভেজ আলী ও মোঃ আলমগীর। দীর্ঘ ৩ বছর বিলাইছড়ি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে রবিবার ২ রা জানুয়ারি বদলি,র প্রস্থান করলেন মোঃ পারভেজ আলী। তিনি রাঙ্গামাটি সার্কেল অফিসে যোগদান বা দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান। অন্যদিকে,বিলাইছড়ি থানায় মোঃ আলমগীর নতুন অফিসার ইনচার্জ হিসেবে সকালে দায়িত্ব গ্রহন করেছেন বলে জানা যায়। মোঃ পারভেজ আলী বিলাইছড়ি থানার ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সকলের মুখে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে শোনা যায়। এছাড়াও তাহার নিরহংকারী সদাচার ও অমায়িক আচরণে উপজেলা বাসীকে মুগ্ধ করে মনে অন্তরে গেঁথে গেছেন। তাহার বিদায়ে উপজেলা নির্বাহী অফিসার সহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহন করেন।