সাধারণ
বিলাইছড়িতে ১৬০ পরিবার শীতার্থদের মাঝে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা। বিলাইছড়ি প্রতিনিধিঃ-
রাঙ্গামাটির বিলাইছড়িতে ১৬০ দূস্থ ও অসহায় পরিবারের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ’র পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নিজ কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ২ কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ- সভাপতি রামাচরণ মার্মা ( রাসেল) ও সুকুমার চক্রবর্তী, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শুভাশিষ কর্মকার, প্রখর কান্তি চাকমা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল মার্মা এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা- নেতৃবৃন্দ।