সাধারণ

বিলাইছড়িতে “জাতীয় পুষ্টি সপ্তাহ”উপলক্ষে নানা কর্মসূচী পালন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা : “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৫ এপ্রিল সোমবার  বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ রশ্মি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী  সিভিল সার্জন ডাঃ শারদুল দাশ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য নুরুল ইসলাম ও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লিন প্রকল্প, জুম ফাউন্ডেশন এর উপজেলা সমন্বয়কারী শুভ্র প্রদীপ খীসা। এ সময় লিন প্রকল্পের কিশোর-কিশোরীরা উপস্থিত ছিল। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে ২৪ এপ্রিল উপজেলার অসহায় ১০০ পরিবারকে পুষ্টি সম্পর্কিত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button