বিলাইছড়িতে ওমিক্রন প্রতিরোধে জনসচেতনমূলক প্রচারণা

বিলাইছড়ি, (রাঙামাটি) প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সচেতনমূলক প্রচারনা চালানো হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট যাতে বাইরের থেকে এই উপজেলায় প্রবেশ করতে না পারে সে সচেতনতায় পরিবহন চালক ও নিয়ন্ত্রক, হাট-বাজার, জনসংযোগাস্থল, ইত্যাদিতে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ নিয়মিত মাস্ক ব্যবহারের পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর ও তার আইন-শৃংখলা বাহিনী সদস্যরা সঙ্গে ছিলেন। উপজেলায় সর্বোচ্চ সতর্কতার জন্য প্রচারণাকালে ইউএনও জনগণের উদ্দেশ্যে করে বলেন, করোনা ভ্যারিয়েন্ট রাঙামাটিতে সনাক্ত করা হয়েছে। এজন্য বিলাইছড়িতে যাতে এটির সংক্রমণ প্রতিরোধ করা যায় সে বিষয়ে সকল প্রতিষ্ঠান জনসংযোগস্থল ও যানবাহনগুলোতে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্য বিধি মেনে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।