সাধারণ

বিলাইছড়িতে উপজেলা কমপ্লেক্স ও বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

 সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ-বিলাইছড়িতে উপজেলা পরিষদ কমপ্লেক্স, মিলনায়তন ভবন ও বিদ্যুৎ উপকেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারী সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন দীপঙ্কর তালুকদার এমপি,সভাপতি, ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রধান অতিথি বলেন, মানুষের জীবনে বড় সম্পদ হলো তার স্বপ্ন। তোমরা যেথা ঘুমিয়ে ঘুমিয়ে দেখ সেই স্বপ্ন না,যেটা আমরা না ঘুমিয়ে জাগিয়ে বাস্তবে যা দেখি, যেটা আমাকে ঘুমাতে দেয় না। তিনি আরো বলেন,সমতলের মত পার্বত্য এলাকাও উন্নয়ন করা হবে।বিলাইছড়িতে একমাত্র বিনোদনের দৃশ্য হলো রাঙ্গামাটি থেকে বিলাইছড়িতে আাসা- যাওয়া করা লঞ্চ ছাড়া কিছুই ছিল না। তাই আমরা সপ্ন দেখতাম এই উপজেলায় বিদ্যুৎ দিতে হবে, হাসপাতাল দিতে হবে, রাস্তা করে দিতে হবে। নেটওয়ার্ক করে দিতে হবে। যে এলাকায় শান্তিশৃঙ্খলা থাকে সেই এলাকা উন্নয়ন হয়। তিনি সেনা বাহিনীর প্রশংসা করে বলেন, সেনা বাহিনীও পার্বত্য এলাকায় শিক্ষার কার্যক্রম ও মান উন্নয়ন চাই। বিলাইছড়ি উপজেলায় ১ টি কলেজ নেই। কলেজ করার জন্য আমরা আগে হাতে নিয়েছি।প্রতিটি উপজেলায় কলেজ হবে। কিন্তু বিগত সময়ে উপজেলার বিভিন্ন সমস্যার কারণে কলেজ চালু রাখতে পারেন নি। উপজেলা পরিষদ -এর আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে উপজেলায় নতুন হল রুমে উদ্ধধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জোন কমাণ্ডার লে. কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি, প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল)সহ উপজেলার প্রায় সর্বস্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা গণ

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button