সাধারণ

বিডি ক্লিন সদস্যদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

 

প্রতিনিধি : বিডি ক্লিন খাগড়াছড়ি‘র সদস্যদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে । ৩রা ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় ১০তম ইভেন্ট হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়।

“পরিচ্ছন্নতা হোক আমার থেকে” এই শ্লোগানে খাগড়াছড়ি স্টেডিয়ামে পরিচ্ছন্নতার কাজ শুরু করে বিডি ক্লিন খাগড়াছড়ি শাখা।
এর আগে বিডি ক্লিন-এর সদস্য তানজিনা আক্তার পরিচ্ছন্নতার শপথ পঠ করান। এসময় উপস্থিাত ছিলেন, জেলা ক্রীড়া স্ংস্থাার সাধারান সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা ও জেলা ক্রীড়া সংস্থাার যুগ্ম-সম্পাদক সাংবাদিক মোঃ আজহার আলী হীরা।

২রা ডিসেম্বর রোববার পার্বত্য শান্তি চুক্তি’র ২১তম বছর পূর্তি উপলক্ষে স্টেডিয়াম মাঠে দেশসেরা ব্যান্ড ‘সোলস’ সংগীত পরিবেশন করেন। এতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিাতির ফলে স্টেডিয়াম মাঠ ও এর আশে-পাশে বিপুল বর্জ্যেরে স্তুপ পড়ে যায়। আর এ বর্জ্য অপসারণের লক্ষেই বিডি ক্লিনে-এর সদস্যরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button