বিজয় দিবসে প্রধানমন্ত্রী প্রদত্ত শপথ গ্রহন করলো খাগড়াছড়িবাসী

মোঃ জাকের হোসেন নিজস্ব প্রতিনিধি :
খাগড়াছড়িতে মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪:৩০ ঘটিকার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শপথ গ্রহনের বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় এই শপথ অনুষ্ঠান যেনো একটা উৎসবে পরিনত হয়ে। বিকেল ৩:০০ ঘটিকা থেকে পায়ে হেঁটে লাল সবুজের পতাকা হাতে স্বাস্থ্যবিধি মেনে দলে দলে প্রবেশ করতে থাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক বৃন্দ , সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সর্বোপরি আপামর জনসাধারণ। এ যেনো এক নতুন উদ্দিপনা আর আমেজের বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সাংসদ জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার খাগড়াছড়ি, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বাবু যতিন্দ্রলাল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জহেদুল আলম, বীর মুক্তিযুদ্ধা ও তাদের পরিবারবর্গ, সাংবাদিকবৃন্দ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ভার্চুয়াল সিস্টেমে সরাসরি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত ভাষণের পর উচ্চস্বরে সবাই শপথ পাঠ করেন। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ১০ হাজারের অধিক মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের হাতে লাল সবুজের পতাকা হাতে সারিবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সরাসরি শপথ বাক্য সমস্বরে বলেন “শহিদের রক্ত বৃথা যেতে দেব না- দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।” খাগড়াছড়ির সাংসদ জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি শপথ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান। জেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর আর সুচারুভাবে সম্পন্ন হওয়ায় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস ও সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই অনুষ্ঠানে সরাসরি সহযোগিতার জন্যে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভলান্টিয়ারদের ধন্যবাদ জানান সুযোগ্য জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস।