সাধারণ

বিজয় দিবসে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বন্ধু জুনিয়র যুব ক্লাব’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা,খাগড়াছড়ি:

বর্নিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্ধু জুনিয়র যুব ক্লাব এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গাতে বন্ধু জুনিয়র যুব ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচছা জানান বন্ধু জুনিয়র যুব ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানের শেষে কেক কেটে সকলে আনন্দ ভাগাভাগি করে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button