বিএনপি মহিলা দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি।। খাগড়াছড়িতে বিএনপি মহিলা দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা মহিলা দলের উদ্যোগে শহরের কলাবাগান এলাকায় স্থাানীয় একটি ক্লাবে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সি:সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন, জেলা বিএনপির সহসভাপতি কংচারি মারমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, এমএন আবছার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন কারাগারে থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ম্লান হয়ে গেছে। সরকার, বেগম জিয়া ও বিএনপিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য দিক নির্দেশনা দেয়া হয় আলোচনা সভা থেকে।