বিএনপির নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে খাগড়াছড়িতে আওয়ামীলীগের বিক্ষাভ
প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত পাহাড়ি রাজপথ

আল-মামুন, বিশেষ প্রতিনিধি:: খাগড়াছড়িতে বিএনপি-জামাতের দেশব্যাপী দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির-জামাত বিরোধী এবং বোমাবাজি, নৈরাজ্য তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে মিছিলটিতে নেতাকর্মীরা ¯স্লোগানে স্লোগানে অংশ নেয়। শনিবার (১০ ডিসম্বর) দুপুর খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এ সময় বিএনপির দেশ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে নানা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে খাগড়াছড়ি জেলা শহর। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। মিছিলে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সরকার বিষয়ক সম্পাদক এড. উম্মে হাবিবা, কৃষক লীগের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সদস্য শামীম চৌধুরী, সদস্য এডভোকেট নুরুল্লাহ হিরা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জাবেদ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, খাগড়াছড়ি জেলা কৃষক লীগর আহবায়ক পিন্টু ভট্টাচার্যসহ নেতাকর্মীরা অংশ নেন।