সাধারণ

বালুমুড়া-বান্দরবান সড়ক যোগাযোগ উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা ২নং গাইন্দ্যা ইউনিয়নের অর্ন্তগত গোল পাহাড় বালুমুড়া মারমা পাড়া সড়ক হতে বান্দরবান শেষ সীমানা পর্যন্ত প্রায় ৭ কিমিঃ পর্যন্ত সড়ক নির্মাণে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি।

রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় সড়ক নির্মাণ উদ্ধােধনের সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদে সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য নিউচিং মারমা , রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা , ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিমং মারমা, ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, আওয়ামীলীগ নেতা পুলক বড়ুয়া, অংছাইনু মারমা , উথোয়াইমি মারমা , হেডম্যান, কার্বারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।

রাজস্থলী বালুমুড়া হতে বান্দরবান জেলার শেষ সীমানা পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পটি অর্থায়ন ও বাস্তবায়ন করছে রাঙামাটি জেলা পরিষদ। উদ্ভোধনকালে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই।

শান্তিচুক্তির পর পাহাড়ের রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান , ও বিভিন্ন অবকাটামো তৈরীতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সড়ক নির্মাণ ও উন্নয়নের ফলে পাহাড়ের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। দূর্গম পাহাড়ী অঞ্চলে বসবাস করা জনগোষ্ঠী তাদের উৎপাদিত পণ্য সহযেই বাজারে নিয়ে আসতে পারছে কিন্তু প্রতিটি চাঁদাবাজির ফলে পাহাড়ের কৃষক তাদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করে নিজের ভাগ্য বদল করতে হিমসিম খাচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, অপহরণ এবং সকল প্রকার দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণকে এক হয়ে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করছে সরকার। পাহাড়ে সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করতে পারলেই পার্বত্য চট্টগ্রাম হবে দেশের সবচাইতে সুখী সমৃদ্ধশালী অঞ্চল। আসুন আমার সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হই এবং সরকার কে সহযোগিতা করি এতে সকলেরই মঙ্গল।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button