সাধারণ

বালুখালী থেকে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার এক রোহিঙ্গা আটক

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র্যাব-১৫) শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বালুখালী উখিয়ার ঘাট কাস্টমসএলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক ( ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে মায়ানমার থেকে বালুখালীর কাস্টমস এলাকায় ইয়াবার একটি বিশাল চালান পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ নজরদারিতে নেয়। এরই প্রেক্ষিতে রাত ১২টা ৫০ মিনিটের দিকে একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি বস্তা পাচার করার জন্য প্রচেষ্টা চালায়। এসময় আভিযানিক দল বালুখালীর উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক কারবারিকে আটক করা হয়। মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি মাহাত আমিন১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯’র সি-১৫ ব্লকের মোঃ কালুর ছেলে। এদিকে, ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র আটকের ঘটনাস্থল স্থান দিয়ে বিভিন্ন চোরাচালানের মালামাল এবং মাদকদ্রব্য পাচার করে আসছে। উক্ত পাচারকারী চক্রে রােহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশী জড়িত রয়েছে আছে বলেও সে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামীদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব’র এ কর্মকর্তা।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button