সাধারণ

বান্দরবা‌নে অ‌বৈধ পাথর জব্দ ও মে‌শিন ধ্বংস

উথোয়াইচিং মারমা; বান্দরবান প্র‌তি‌নি‌ধিঃ বান্দরবা‌নের রোয়াংছড়ি উপজেলায় ভ্রাম্যমান আদালত অ‌ভিযানে আনুমা‌নিক ২হাজার ফুট অ‌বৈধ পাথর জব্দ ক‌রে‌ছে। এসময় এক‌টি পাথর ভাঙ্গার মে‌শিন ধ্বংস ক‌রে দেয়া হ‌য়ে‌ছে। ২৮ জুলাই মঙ্গলবার দুপু‌রে রোয়াংছ‌ড়ির তুলাপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। স্থানীয়রা জানায়, ‌পাহাড়ের ঝি‌রি থে‌কে বান্দরবা‌নের আশরাফ সওদাগর নামক পাথর ব্যবসায়ী অবৈধভাবে পাথর উত্তোলণ করে বিক্রি করছে এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে দুপু‌রে রোয়াংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জা‌বেদ এর নেতৃ‌ত্বে একদল পু‌লিশ সহ ঝি‌রি থে‌কে অ‌বৈধভা‌বে উ‌ত্তো‌লিত প্রায় ২হাজার ফুট বোল্ডার পাথর ও কংকর জব্দ ক‌রে। এসময় পাথর ভাঙ্গার এক‌টি মে‌শিনও ধ্বংস ক‌রে দেয়া হয়। এ বিষ‌য়ে রোয়াংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ব‌লেন, দীঘদিন ধ‌রে আশরাফ সওদাগর না‌মে এক পাথর ব্যবসায়ী ঝি‌রি থে‌কে অ‌বৈধভা‌বে পাথর উ‌ত্তোলন ক‌রে ভে‌ঙ্গে  বি‌ভিন্ন জায়গায় বিক্রি কর‌ছে এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে তুলা পাড়া এলাকায়  অ‌ভিযান চালা‌নো হয়। সেখা‌নে বিক্রির উ‌দ্দে‌শ্যে মজুদ রাখা আনুমা‌নিক ২হাজার ফুট পাথর জব্দ ও এক‌টি মে‌শিন ধ্বংস করা হ‌য়। ভ‌বিষ্য‌তেও এ অ‌ভিযান অব্যহত থাক‌বে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button