বান্দরবানে ৭ম ধাপ ইউপি নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর জয়

মংহাইসিং মারমা, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান সদর উপজেলায় এইবারে সর্বপ্রথম রেকর্ড গড়েছে ৭ম ধাপের ইউপি নির্বাচন। নির্বাচন শুরু হতে না হতেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বান্দরবান সদর উপজেলার তিন ইউপিতে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছে। তারা হলেন, ৩নং সদর ইউনিয়নের নৌকা প্রার্থী অংসাহ্লা মারমা, ১নং রাজবিলা ইউনিয়নের নৌকা প্রার্থী ক্য অং প্রু মারমা ও ৬নং জামছড়ি ইউনিয়নের নৌকা প্রার্থী ক্যসিংশৈ মারমা। ২৩ জানুয়ারি রবিবার সকালে বান্দরবান নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা এই তথ্য নিশ্চিত করেন। আরো জানা যায়, ৬নং জামছড়ি ইউনিয়নেও সংরক্ষিত মহিলা আসনে ২জন, সদস্য পদে ৭জন ও চেয়ারম্যান সহ বেসরকারীভাবে মোট ১০জন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেছেন। অন্যদিকে ১নং রাজবিলা ইউনিয়নে সংরক্ষিত মহিলা পদে ১জন,সদস্য পদের ৪জন ও চেয়ারম্যানসহ বেসরকারীভাবে মোট ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেন। পাশাপাশি ৩নং সদর ইউনিয়নেও সাধারণ সদস্য পদে ২ জন ও চেয়ারম্যানসহ বেসরকারীভাবে মোট ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেন। নির্বাচন কমিশন জানান, ৭ম ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আজকে সকালে তিন ইউপিতে সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এইবারে ৭ম ধাপে তিন ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৫ জন ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৩৮ জন। আরো জানা যায়,৭ম ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে তিন ইউপিতে মোট ভোটার রয়েছে ১৪ হাজার ৮শত ৩০জন। তারমধ্যে মহিলা ভোটার হয়েছে ৭ হাজার ১শত ৮২ জন পুরুষ ভোটার রয়েছে ৭ হাজার ৬শত ৪৮ জন। বান্দরবান নির্বাচনে কমিশনে রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, এইবারে ৭ম ধাপ ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনজন জয় লাভ করেছেন ও তিন ইউনিয়নে সংরক্ষিত মহিলা ও সদস্য পদে আসন মিলে ১৬ জন জয়লাভ করেছে। তিনি আরো জানান, আজকে প্রতীক বরাদ্ধ শেষে যে যার মত প্রচারণা করতে পারবেন। তবে এইবারে তিনটি ইউনিয়নে মধ্য কয়েকটি ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বীতায় হওয়ার কারণে ভোট গ্রহন হবে না।