সাধারণ

বান্দরবানে ৪র্থ ধাপে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মংহাইসিং মারমা, বান্দরবান

বান্দরবানে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে  রোয়াংছড়ি ও থানচি উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসক সভাকক্ষে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসন ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে দুই উপজেলার রোয়াংছড়ি  ৪ জন ও থানচি  ৪ জনসহ মোট আটজন নবনির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, রোয়াংছড়ি উপজেলার ১নং সদর  ইউনিয়নে মেহ্লা অং মারমা, ২নং তারাছা ইউনিয়নে উনুমং মারমা, ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নে বিশ্বনাথ তংচগ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়নে চনুমং মারমা। আর থানচি উপজেলার ১নং রেমাক্রী ইউনিয়নে মুশৈথুই মারমা, ২নং তিন্দু ইউনিয়ন ভাগ্য চন্দ্র ত্রিপুরা , ৩নং সদর  ইউনিয়নে অংপ্রু ম্রো, ও ৪নং বলিপাড়া ইউনিয়ন জিয়া অং মারমা।

এ সময় ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সমাজের দ্বায়িত্ব নেওয়াই হল প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।  নিজের এলাকায় জনগনদের সুখ দুঃখকে সব সময় খোঁজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।

শপথ গ্রহণে স্বাক্ষরিত শেষে নব নির্বাচিত চেয়ারম্যানগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যমকর্মী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button