রাজনীতি
বান্দরবানে জাতীয় পার্টির বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা

- বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে জাতীয় পার্টির উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (বুধবার) বিকেল ৩টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা কালে বিদিশা বলেন, পার্বত্য চট্টগ্রাম তথা বান্দরবানের উন্নয়নের সুচনা এরশাদ করে গেলেও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের কোন স্মৃতি চিহ্ন নেই বলে আক্ষেপ করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সহধর্মিণী ও বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের সূচনা ও বিশেষ করে পার্বত্য অঞ্চলের উন্নয়নের অগ্রদূত হিসেবে কাজ করেছে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। তৎকালীন প্রথম স্থানীয় সরকার পরিষদ যা বর্তমানে পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা, বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ইত্যাদি করে গেছে যার সুফল বান্দরবানবাসী পেয়েছে এবং এখনো পাচ্ছে।ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই উন্নয়নের ধারা আরো বহুগুণ বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তিনি। তবে এই বান্দরবানে এত উন্নয়নের সূচনা করার পরও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের কোন স্মৃতি চিহ্ন না থাকায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। এসময় বান্দরবান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কাজী মোহাম্মদ নাসিরুল আলমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। বিশেষ অতিথি ছিলেন দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া ও রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, মো. সামশুল আলম, নাফিজ মাহবুব, মো. জাফর ইকবাল নিরব, অ্যাডভোকেট মো. ওমর আলী প্রমুখ।