সাধারণ

বান্দরবানে  অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী  নারী ধর্ষণকারীকে  গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

উথোয়াইচিং মারমা, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা সদরের বাজারে এক মানসিক প্রতিবন্ধী (পাগল) নারীকে ধর্ষণের অভিযোগে জামাল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে  গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানী’রা । ৫ অক্টোবর সোমবার  রাতে শহরের বাজার মসজিদ এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে  গণপিটুনি দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।  আটককৃত ব্যক্তির বাড়ি পটুয়াখালীর দশমিনায়। সে শহরের ওয়াপদা ব্রিজ এলাকায় থাকে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ভোর রাতে  বাজার এলাকার মসজিদ মার্কেটের গলিতে এই নারীকে ধর্ষণের করে। বাজারের সিসিটিভি ফুটেজে  ধর্ষন এর ভিডিও  দেখে সনাক্ত করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। জামাল হোসেনের বিরুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button