সাধারণ

বান্দরবানের জামছড়িতে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

 

উথোয়াইচিং মারমা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলা শহরের জামছড়িতে বাচমং মার্মা (৪১) নামে এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি জামছড়ি পাড়ার মৃতঃ চঞোয়াই এর ছেলে । নিহত বাচমং মার্মার দুই ছেলে-মেয়ে ও স্ত্রী রয়েছে। ১০ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ নিজ ঔষুধের দোকানে থাকাকালীন দুজন দূর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এসময় দূর্বৃত্তরা তার ব্যবহৃত মটরসাইকেলটি নিয়ে গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জেলার জামছড়ি বাজারে এ চিকিৎসক নিজ দোকানে বসেছিলেন। এ সময় দুজন অপরিচিত ব্যক্তি অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে তাকে গুলি করে চলে যায়। ঘটনাস্থলেই ঐ ব্যক্তির মৃত্যু হয়।
মৃত ব্যক্তির বড় ভাই উমংচিং মারমা জানায়, বাচমং এক সময়ে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলো। তবে ৪/৫ বছর হচ্ছে রাজনীতি ছেড়ে দিয়েছে। বর্তমানে কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। ঠিক কি কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে তা জানি না। হত্যা করার পর ভাইয়ের ব্যবহৃত মোটর সাইকেলটিও দূর্বৃত্তরা নিয়ে চলে গেছে। জামছড়ি বাজারের মুন্ডি (পাহাড়ী খাদ্য) বিক্রেতা চিংনুমং মার্মা বলেন, অস্ত্র হাতে ফুল প্যান্ট পরিহিত দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে চলে যায়। বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button