সাধারণ

বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান

মো: আশেক উল্লাহ : ৩য় ধাপে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী মঙ্গলবার বাদ পড়া বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি ৩য় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করে নতুন করে ১০০০ স্কুল স্থাপনে সুপারিশ করে। সংসদীয় কমিটির এ সুপারিশের প্রতিবাদে আমাদের এ মানববন্ধন।

তিন পার্বত্য জেলার পক্ষে বক্তব্যে খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা বলেন, ‘ তিন পার্বত্য জেলা বাংলাদেশের সময় চেয়ে প্রত্যন্ত অঞ্চল। তার মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আরও বেশি দূর্গম এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। পার্বত্য জেলার কোমলমতি শিশুদের শিক্ষারমান ধরে রাখার জন্য বিদ্যালয় ও শিক্ষকদের চাকুরীসহ জাতীয়করণ অতি জরুরী। তাই পার্বত্য জেলাসহ ও বাংলাদেশের বাদপড়া সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষকসহ অনতিবিলম্বে জাতীয়করন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিকট জোর দাবি জানাচ্ছি।
এসময় খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক চাইহ্লাউ মারমা ছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দিন, মোহাম্ম আলী, মোঃ রাহানুল ইসলাম(রায়হান), মোঃ নয়ন, মোঃ আবু জাফর ইকবাল, মিন্টু বিকাশ চাকমা, শুভ চাকমা এবং বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য শিক্ষকবৃন্দ। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা শেষে যাচাই বাছাই ও যাচাই বাছাই বিহীনসহ বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করনের জন্য দাবী রেখে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button