সাধারণ

বাঘাইছড়ি হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের আটক করতে চিরুনী অভিযান চালানো হবে………..ব্রি: জেনারেল হামিদুল হক

প্রতিনিধি : রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী কাজ শেষে ফেরার পথে জেএসএস সন্ত্রাসীদের গুলিতে নিহত সাতজনের মধ্যে ছয়জনের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতালে।

১৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাদের মরদেহ বিজিবি ও পুলিশি পাহারায় খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ বলেন, এখানে একের পর এক হত্যাকাণ্ডে আমরা বেশ চাপের মধ্যে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছি।

বাঘাইছড়ি থানার ওসি আবদুর মনজুর জানিয়েছেন, বর্তমানে বাঘাইছড়ি হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন। অন্যদের চট্টগ্রাম ও ঢাকায় সিএমএইচে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি রিজিয়নের ব্রি. জেনারেল হামিদুল হক, রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ও পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা মঙ্গলবার সকালে বাঘাইছড়ি ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই নৃশংস ঘটনা ঘটেছে। এরপর থেকে আমরা জেলাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছি।

খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেছেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই নৃশংস ঘটনা খুবই দুঃখজনক। পাহাড়ে দ্রুত চিরুনি অভিযান চালানো হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী কাজ করবে। পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

এদিকে, সন্ত্রাসীদের হামলায় সাতজন নিহতের ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই মঙ্গলবার সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তার মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এনে ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিলাইছড়ি থানা পুলিশের এসআই এসএম সাইফুল্লাহ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যার ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে উপজাতীয় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা ও আনসার সদস্যসহ ৭ জনকে হত্যা ও রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং উপজাতি সন্ত্রাসীদের উস্কানি দাতা মহিলা সাংসদ বাসন্তী চাকমার অপসারনের দাবীতে পূর্ব ঘোষিত ২০ মার্চ বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button