সাধারণ
বাঘাইছড়িতে ৭ম ধাপের ইউপি নির্বাচন ও ফলাফল সম্পন্ন

ইমরান হোসেন জুমান ,বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার স্বনামধন্য উপজেলা বাঘাইছড়িতে ৭ম ধাপে ৮টি ৭ফেব্রুয়ারী বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও অবাধ অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে- অলিভ চাকমা, রূপকারী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে- জ্যাসমিন চাকমা (ধনেশ্বর), মারিশ্যা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে- আপন চাকমা, আমতলী ইউনিয়নে নৌকার বিদ্রোহীপ্রার্থী আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে- মজিবুর রহমান, খেদারমারা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে- বিল্টু চাকমা, সারোয়াতলী ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে- ভূপতি রঞ্জন চাকমা, সাজেক ইউনিয়নে আনারস প্রতীকে নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে- অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে- জ্ঞান জ্যোতি চাকমা। তাছাড়াও প্রতিটি ইউনিয়নে সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যরাও যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিবেশে ভোটারের ভোটে নির্বাচিত হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারের লম্বা লাইনে ভোটাররা ভোট প্রদান নিশ্চিত করে। সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থী, ভোটার ও স্থানীয়রা।